শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ১০ : ৫১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: দীপাবলির আবহে 'ভুল ভুলাইয়া ৩'-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে রোহিত শেঠির 'সিংহম এগেইন'। বলিউডের 'কপ ইউনিভার্স-এর বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দর্শকের আগ্রহের পারদ ছিল তুঙ্গে। তার উপর বহু গুজব ও টালবাহানা পেরিয়ে শেষমেশ ঘোষণা হয়েছিল 'সিংহম এগেইন'-এ থাকছেন সলমন খান! তাঁর অভিনীত জনপ্রিয় চরিত্র 'চুলবুল পাণ্ডে'র অবতারেই। ছবির একেবারে শেষে কয়েক মুহূর্তের জন্য হাজির হয়েছিলেন 'চুলবুল'।
খবর, রোহিতের 'কপ ইউনিভার্স-এর আগামী তৈরি হতে চলেছে সলমন খান এবং অজয় দেবগণকে নিয়ে! ছবির নামও নাকি ঠিক করা হয়েছে-' মিশন চুলবুল সিংহম'। খবর, সেই ছবির গল্প এগোবে 'সিংহম' ও 'চুলবুল'কে নিয়ে। 'মিশন চুলবুল সিংহম'ও যে অ্যাকশনের দিক থেকে কপ-ইউনিভার্সের বাকি ছবিদের ছাপিয়ে যাবে সেকথাও জোর গলায় জানিয়েছে সূত্র। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে রোহিতকে এই ছবির সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "সবে তো 'সিংহম এগেইন' মুক্তি পেয়েছে। একটু সময় দেওয়া হোক নিশ্চয়ই এই ছবি নিয়ে গুছিয়ে কাজ করব।" এরপরে অনুরাগীরা তাঁকে জিজ্ঞেস করেন, এই ছবিতে 'সিংহম'-এর সঙ্গে 'চুলবুল'-এর লড়াই দেখা যাবে নাকি? কারণ তা হলে জমে যাবে। শোনামাত্রই রোহিতের সহাস্য জবাব, " এর থেকেও কি ভালো পরিকল্পনা আমার মাথায় রয়েছে। একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে 'সিংহম' ও 'চুলবুল' লড়াই করবে। সেটা আরও জমবে।" উল্লেখ্য, 'সিংহম এগেইন' ছবির শেষে 'চুলবুল'কে পুলিশের একটি স্পেশ্যাল টাস্ক ফোর্স 'শিবা টাস্ক ফোর্স'-এর সদস্য হতে দেখা যায়। যে দলের ক্যাপ্টেন 'বাজিরাও সিংহম'।
'সিংহম' ফ্র্যাঞ্চাইজিতে 'চুলবুল'-এর পা রাখার ইঙ্গিত পরিস্কার। ফ্র্যাঞ্চাইজিকে বাড়ানোর অজস্র সব সম্ভাবনা বেড়ে গেল। ভবিষ্যতে এই ফ্র্যাঞ্চাইজিতে যে আরও বহু পরিচিত সব চরিত্রদের আনাগোনা শুরু হবে তা বলাই বাহুল্য। ওই সূত্র আরও জানিয়েছে, অজয় দেবগন এবং রোহিত শেঠির সঙ্গে প্রায় পারিবারিক সম্পর্ক থাকার দরুণ 'সিংহম এগেইন'-এ কাজ করতে রাজি হয়েছিলেন সলমন।
বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহম’। অভিনেতা অজয় দেবগণের হাত ধরে পরিচালক রোহিত শেঠির এই ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত। ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, ‘সিংহম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’। ওই দুই ছবির সাফল্যের পর ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে ‘কপ ইউনিভার্স’-কে আরও এগিয়েছেন রোহিত। এবার দশ বছর বাদে মুক্তি পেতে চলেছে ‘সিংহম ৩’ তথা ‘সিংহম এগেইন’।
নানান খবর

নানান খবর

‘সাজগোজ আর ভাল লাগে না...’ স্বামীকে হারিয়ে টলিপাড়া থেকে দূরে বর্তমানে কী করছেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়?

একটানা ১২ সপ্তাহ ধরে 'ফার্স্ট গার্ল' 'পারুল', টিআরপির সেরা পাঁচে চমক দিল আর কোন মেগা?

‘অ্যানিম্যাল’ থেকে বন্ড? রণবীর কাপুরের হলিউড ডেবিউ নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়!

'সিআইডি' ছাড়ছেন 'এসিপি প্রদ্যুমান' শিবাজী! কেন নিরাপত্তাহীনতায় ভোগেন করিনা?

পুরস্কারের চেয়ে শহীদের প্রতি ঋণ বড়— ভগৎ সিংয়ের পরিবারের পাশে কীভাবে দাঁড়িয়েছিলেন মনোজ কুমার?

দু’ভাগের বদলে এক ভাগেই বিরাট চমক! রাজামৌলি-মহেশবাবুর ছবিতে কেন এল এই আচমকা পরিবর্তন?

সাপের সঙ্গে কার্তিকের ধুন্ধুমার লড়াই, করণের নতুন ক্রিয়েচার কমেডিতে নায়িকা কে জানেন?

যশ চোপড়া যেখানে ‘না’ বলেছিলেন, সেখান থেকেই জন্ম নিল সইফ অভিনীত এই জনপ্রিয় প্রেমের ছবি!

স্ত্রী না মেয়ে! করিনাকে কোন চোখে দেখেন সইফ? নিজের মুখেই সত্যিটা ফাঁস করলেন নবাব পুত্র?

বলিউডে সবার পাশে সলমন, ‘সিকান্দর’-এর সময় কেউ নেই তাঁর পাশে! ‘টাইগার’-এর আক্ষেপ ছুঁল ভক্তদের হৃদয়

ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

‘টপ গান’ থেকে ‘ব্যাটম্যান’ – মাত্র ৬৫তেই শেষ দৃশ্যের পর্দা নামল ভ্যাল কিলমারের

আলিয়ার সঙ্গে তুলনায় কেন বিরক্ত ‘অর্জুন রেড্ডি’র নায়িকা? বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’?

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ৬৫ বছরে না ফেরার দেশে অভিনেত্রীর মা